২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন, মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব শারমিন জাহান, , উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) জনাব নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS