Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চট্টগ্রামে স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত
বিস্তারিত
"তরুণদের দেশ গড়ার অঙ্গীকার
জনসেবায় স্থানীয় সরকার"
প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ জানুয়ারি,২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা পরিষদ চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল  চট্টগ্রাম ও জনস্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম এর সহযোগিতায় পালিত হয় স্থানীয় সরকার দিবস-২০২৫।
সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবস উদযাপন শুরু হয়। 
দিবসটি উদযাপনের ধারাবাহিকতায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব মুহাম্মদ আনোয়ার পাশা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম- সেবা। 
অনুষ্ঠানের শুরুতেই জনাব মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম ও জনাব পলাশ চন্দ্র দাশ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম তাদের সংশ্লিষ্ট দপ্তরের উল্লেখযোগ্য কর্মকাণ্ড পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এরপর বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার চট্টগ্রাম বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশের নিরাপত্তা অনেকাংশই নিশ্চিত করা সম্ভব"।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা স্থানীয় সরকারের পরিসরের  ব্যপকতা আলোচনাপূর্বক এর গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কল্যাণমুখী স্থানীয় সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব ফরিদা খানম তাঁর বক্তব্যে বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের মূলভিত্তি"।
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব মো: নোমান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম জনাব মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব  মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল  চট্টগ্রাম এবং জনস্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

https://shorturl.at/SysqP


ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/02/2025
আর্কাইভ তারিখ
31/03/2025