শিরোনাম
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাগণের সাথে অন্তর্বর্তীকালীন সরকারেরমাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান এর মতবিনিময় সভা আজ ১৯ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে
বিস্তারিত
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাগণের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়-এর মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান এর মতবিনিময় সভা আজ ১৯ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এর মাননীয়
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক এ, কে, এম, তাহমিদুল ইসলাম, চট্টগ্রাম বন্দর র্কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।
সকালে মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে নৌ-যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন ফেরীঘাটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।