শিরোনাম
ডিসি পার্ক, চট্টগ্রামে মাসব্যাপি চলমান চট্টগ্রাম ফুল উৎসব, ২০২৫-এ ২ দিন ব্যাপি চলছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।
বিস্তারিত
ডিসি পার্ক, চট্টগ্রামে মাসব্যাপি চলমান চট্টগ্রাম ফুল উৎসব, ২০২৫-এ ২ দিন ব্যাপি চলছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম এর সভাপতিত্বে ২৯ জানুয়ারি মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শুভ
ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু-সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডিসি পার্কে আগত দর্শনার্থীবৃন্দ।
উল্লেখ্য, ২৯-৩০ জানুয়ারি চলমান এই মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে ১৬টি দেশের নাগরিকগণ তাদের কৃষ্টি-কালচার-ঐতিহ্যকে উপস্থাপন করছেন।