শিরোনাম
২৭ জানুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম বোয়ালখালী উপজেলা সফর করেন। দিনব্যাপি সফরে জেলা প্রশাসক বোয়ালখালী উপজেলায় বিভিন্ন মানবিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
বিস্তারিত
আজ ২৭ জানুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম বোয়ালখালী উপজেলা সফর করেন। দিনব্যাপি সফরে জেলা প্রশাসক বোয়ালখালী উপজেলায় বিভিন্ন মানবিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। কর্মসূচিগুলো হল-তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে "তারুণ্যের মেলা" উদ্বোধন; ৩ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ ওমরের কবরস্থান সংরক্ষণ প্রকল্প উদ্বোধন; ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারকে সম্মাননা
ও আর্থিক সহযোগিতা প্রদান; সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য ১ লক্ষ ৩২ হাজার ব্যয়ে ৩টি মুদির দোকান প্রদান; মাদ্রাসার ছাত্র আয়াতের চক্ষু চিকিৎসার জন্য ৫০০০০ টাকা অনুদান প্রদান; উপজেলা কৃষি বিভাগের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় ৩টি প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে বোরো ধানের ৩০টি বীজ সংরক্ষণ পাত্র প্রদান; ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ২৯ জন রোগীকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান বিতরণ ইত্যাদি।
সফরকালে জেলা প্রশাসক বোয়ালখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬টি প্রকল্পের মোট ২ কোটি ৪০ লক্ষ টাকার ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
এ সময় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব হিমাদ্রী খীসাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।