আগামী ৩১ অক্টোবর ২০১৮ তারিখ চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে "শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট”। থাকছেন কুমার বিশ্বজিত, তাপস, চিশতী বাউল, কুদ্দুস বয়াতি, হৃদয় খান, ফকির শাহবুদ্দিন, রিংকু, পুলক, রেশমী, শামীমসহ আরো অনেকে।
মিউজিকে থাকছেন ভারতের শিবামনি, রাশিয়ার এনটন, আনা রাকিতা, লাটভিয়ার নেলী, আনা ভাইভ, তুরস্কের সিনান, ভারতের আরশাদ খান ও রিদম শা।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আপনি সবান্ধব আমন্ত্রিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস