'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে গত ১২/০৩/২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় 'স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণ' শীর্ষক কর্মশালা। জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস