ভৌগোলিক অবস্থান : বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০০৩৫' থেকে ২২০৫৯' উত্তর অক্ষাংশ এবং ৯১০২৭' থেকে ৯২০২২' পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান।
ভৌগোলিক সীমানা : উত্তরে ফেনী জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর। পাহাড়, নদী, সমূদ্র, অরণ্য, উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যে এ জেলা অন্যান্য জেলা থেকে স্বতন্ত্র।
চট্টগ্রাম জেলার আয়তন ৫,২৮২.৯৮ বর্গ কিমি।
বার্ষিক গড় তাপমাত্রা: সর্বোচ্চ ৩৩.৮o সে. এবং সর্বনিম্ন ১৪.৫oসে. ।
বার্ষিক বৃষ্টিপাত: ৩,১৯৪ মিমি।
প্রধান নদী: কর্ণফুলী,হালদা ও সাঙ্গু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস